হাসান মাহমুদ
সহকারী অধ্যাপক
সমাজবিজ্ঞান, লিবেরাল আর্টস বিভাগ
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইন কাতার।
About
মানুষ স্বভাবতই সামাজিক। কিন্তু ব্যক্তি মানেই সমাজ নয়। আবার অগণিত ব্যক্তিকে নিয়ে সমাজ গঠিত হলেও সমাজ মানে শুধুই ব্যক্তির সমষ্টি নয়। অর্থ্যাৎ, অনিবার্যভাবেই সমাজের মধ্যে থাকার পরেও, সমাজের মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থেকেও ব্যক্তিসত্বা আর সমাজসত্বা আলাদাভাবে বিদ্যমান। সমাজের মধ্যে থাকার ফলে ব্যক্তির জীবনে সমাজের প্রভাবও অনিবার্য, ব্যক্তির ধ্যান-ধারণা, আশা-আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা সবকিছুতেই। এই ব্লগ মূলতঃ ব্যক্তি ও সমাজের মধ্যকার এই সম্পর্কের মধ্য দিয়ে ব্যক্তিগত ও সামাজিক নানান বিষয়ের আলাপ। সমাজবিজ্ঞানের অনুরাগী ছাত্র, শিক্ষক ও গবেষক হিসেবে আমার চিন্তাধারার বহিঃপ্রকাশ থাকবে। আর বাংলাদেশী হিসেবে আমার এইসব লেখালেখির কেন্দ্রে থাকবে বাংলাদেশের বাঙালি সমাজ।
এই ব্লগের লেখাগুলো পাঠ করে আনন্দ পেলে, নতুন নতুন চিন্তার খোরাক পেলে তা লেখক হিসেবে আমার প্রচেষ্টাকে সার্থক করবে এবং আরও চেষ্টা করতে অনুপ্রেরণা যোগাবে।
"সমাজবিজ্ঞান | Hasan Mahmud's Blog | কাতার" এই ব্লগে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।